রবিবার, ৯ জুন, ২০১৩

আইসো-সুডোকু


মোঃ শহিদুল্লাহ কাওসার,
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সুডোকু। এই শব্দটির সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। আমাদের দেশে সুডোকু এখন অনেক জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সুডোকু’কে আরো আকর্ষণীয় করে তোলার জন্য ব্যতিক্রমী ধরণের কিছু সুডোকু আপনাদের সামনে তুলে ধরছি। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের কাছে উপস্থাপন করছি ‘আইসো-সুডোকু’। 

আমাদের পরিচিত সুডোকু সাধারণত বর্গাকৃতির হয়ে থাকে। এক্ষেত্রে আইসো-সুডোকু ব্যতিক্রম। আইসো-সুডোকুর প্রতিটি ঘর হেক্সাগোনাল বা ষড়ভুজ-আকৃতির। (ষড়ভুজঃ যার ছয়টি কৌণিক বিন্দু ও ছয়টি বাহু রয়েছে।) 
আইসো-সুডোকু দেখতে কেমন? নিচের উদাহরণটি (আইসো-সুডোকুঃ ০১) দেখুন।
                                      আইসো-সুডোকুঃ ০১

১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে আইসো-সুডোকু সমাধানের নিয়মাবলীঃ

(১) প্রত্যেকটি সারি, কলাম ও ননেটে (ননেটঃ উপরের চিত্রে, প্রতিটি ৩X৩ ছক কাটা ঘরকে মোটা রেখা দ্বারা পৃথক করে দেখানো হয়েছে, ৩X৩ ছক কাটা ঘরগুলোকে ননেট বলা হয়) ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো শুধুমাত্র একবার করে ব্যবহার করা যাবে।

আইসো-সুডোকুর ক্ষেত্রে, নিচের চিত্রে লাল রেখার মাধ্যমে ‘কলাম’ শব্দটি বোঝানো হয়েছে।

(২) আইসো-সুডোকু’র ব্যতিক্রমী নিয়মঃ প্রতিটি ক্ষুদ্র কর্ণে একই সংখ্যা একাধিক বার ব্যবহার করা যাবে না। প্রতিটি কর্ণে ব্যবহৃত সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। 

If anyone unable to understand Bengali then read this passage:
Place a digit from 1 to 9 into each of the empty hexagonal. Each digit appears exactly once in each of the rows, 9-cell diagonals and the nine outlined 3x3 regions. In the shorter diagonals all digits must be different.
                 আইসো-সুডোকুঃ ০১-এর সমাধান

আপনাদের কৌতুহল মেটাতে নিচে আরো দুইটি আইসো-সুডোকু দেওয়া হলো। তাহলে এখনই সমাধান করতে চেষ্টা করুন আইসো-সুডোকু। আপনার মস্তিষ্ক যত বেশি ব্যবহৃত হবে, ততো বেশি ক্ষুরধার হবে।
                          আইসো-সুডোকুঃ ০২

                                           আইসো-সুডোকুঃ ০৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন