রবিবার, ৯ জুন, ২০১৩

সামুরাই কিলার সুডোকু

মোঃ শহিদুল্লাহ কাওসার,
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আজ আপনাদের আরো একটি ব্যতিক্রমী ধরণের সুডোকু নিয়ে বলবো। সামুরাই কিলার সুডোকু। প্রথমেই চলুন একটি নমুনা উদাহরণ দেখে নেই ।
                                             সামুরাই কিলার সুডোকু ০১


১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে কিলার সুডোকু সমাধানের নিয়মাবলীঃ
দেখতে বিশাল হলেও এটি বেশ সহজ ও আরো বেশি মজার।


(১) প্রত্যেকটি সারি, কলাম ও ননেটে (ননেটঃ উপরের চিত্রে, প্রতিটি ৩X৩ ছক কাটা ঘরকে মোটা রেখা দ্বারা পৃথক করে দেখানো হয়েছে, ৩X৩ ছক কাটা ঘরগুলোকে ননেট বলা হয়) ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো শুধুমাত্র একবার করে ব্যবহার করা যাবে।

(২) উপরের উদাহরণে পাঁচ ধরণের রঙ ব্যবহার করা হয়েছে। হালকা বেগুণী, নীল, সবুজ, হলুদ ও গোলাপী। প্রতিটি রঙ নিজ বর্ণের সাথে মিলে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা তৈরী করেছে। প্রতিটি ক্ষুদ্র শাখার সাথে একটি করে সংখ্যা ও চিহ্ন রয়েছে। যেমনঃ সর্বশেষ ননেটে তিনটি সবুজ বর্ণের ঘর পাশাপাশি সংযুক্ত ও ‘১৪৪x’ লেখা রয়েছে।

১৪৪x = ২x২x২x২x৩x৩
সম্ভাবনা ১ : ১৪৪x = (২x২)x(২x২)x(৩x৩) = ৪x৪x৯
সম্ভাবনা ২ : ১৪৪x = (২x২x২)x(২x৩)x৩ = ৮x৬x৩
সম্ভাবনা ৩ : ১৪৪x = ২x(২x২x২)x(৩x৩) = ২x৮x৯
প্রথম সম্ভাবনাটি গ্রহণযোগ্য নয়। কারণ একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটেছে (‘৪’ দুইবার ব্যবহৃত হয়েছে)।
দ্বিতীয় ও তৃতীয় সম্ভাবনা দুইটি গ্রহণযোগ্য।

আবার, দুইটি হলুদ বর্ণের ঘর পাশাপাশি সংযুক্ত ও ‘৭/’ লেখা রয়েছে।
‘৭/’ = ৭/১; একটিই উত্তর সম্ভব।
সব-সময় বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে।

আবার, দুইটি গোলাপী বর্ণের ঘর পাশাপাশি সংযুক্ত ও ‘১০+’ লেখা রয়েছে।
সম্ভাবনা ১ : ১০+ = ৫+৫; একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটেছে। তাই গ্রহণযোগ্য নয়।
সম্ভাবনা ২ : ১০+ = ৩+৭; গ্রহণযোগ্য
সম্ভাবনা ৩ : ১০+ = ১+৯; গ্রহণযোগ্য
সম্ভাবনা ৪ : ১০+ = ২+৮; গ্রহণযোগ্য
সম্ভাবনা ৫ : ১০+ = ৪+৬; গ্রহণযোগ্য

আবার, দুইটি গোলাপী বর্ণের ঘর পাশাপাশি সংযুক্ত ও ‘২-’ লেখা রয়েছে।
‘২-’ = ৯-৭ = ৮-৬ = ৭-৫ = ৬-৪ = ৫-৩ = ৪-২ = ৩-১; সব-সময় বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হবে।

সামুরাই কিলার সুডোকু ০১-এর সমাধানঃ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন