বুধবার, ২৯ মে, ২০১৩

ঘরেই বসে পর্যবেক্ষন করুন আমাদের এই বিশাল আকশ পট


প্রতিদিন বাজারে আসছে হাজার হাজার নতুন সফটওয়ার , তাদের ভিতর শিক্ষনীয় সফটওয়ারও কম নয় আজ আমি আলোচনা করব জ্যোতির্বিজ্ঞানের একটা সফটওয়ার নিয়ে জোতিবিজ্ঞান বিষয়ক সফটওয়ারগুলোর মধ্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্লানেটোরিয়াম জাতীয় সফটওয়ারগুলো । আজ এমনি একটি প্লানেটোরিয়াম সফটওয়ার নিয়ে আমি আলোচনা করব । 

 
সামনে আসচ্ছে বর্ষাকাল , ঘন কালো মেঘে ঢাকা থাকবে পুরো আকাশ মাঝে মাঝে বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যাবে সে আকাশ আর এমন আকাশে রাতের আকশের তারা দেখা তো দূরের কথা চাদের দেকাহো পাওয়া যায় না অনেক সময় । যাই হোক যারা আকাশের তারা দেখতে ভালবাসেন বা রাতের তারাদের অপুর্ব সৌন্দয্য তে বিমুগ্ধ হতে চান কিংবা যারা জানতে চান আকাশের ঠিক কোথায় কোন নক্ষত্রের অবস্থান ,তাদের যাবতীয় সব তথ্য তাদের জন্য এই সফটওয়ারটি হতে পারে স্বপ্নের মত ।

আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন এই সফটওয়ার আপনার কম্পিউটার বা ল্যাপ্টপের মনিটরে এনে দিবে আপনার মাথার উপরের বিশাল দেখা-অদেখা আকশ পট , আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে শুধু আপনার কো-অর্ডিনেট আর সময় নির্ধারণ করে দিতে হবে , আর এর জন্য আপনার দরকার হবে না কোন ইন্টারনেটের কানেকশন তবে এটা খেয়াল রাখতে হবে আপনার কমিউটারের সময় ঠিক আছে কি না। 

বাংলাদেশে তেমন ভাল টেলিস্কোপ আপনি পাবেন না আর একটা টেলিস্কোপের দাম নেহাত একেবারেই কম নয় তারপর আবার আছে সেটিংসের ঝামেলা , কেন জড়াতে যাবেন সেই সব ঝামেলায় বা টেলিস্কোপ না থাকার হতাশায় ?? আপনি পাবেন এই সফটওয়ারএ টেলিস্কোপের সব সুবিধাগুলোই , জুম করে দেখতে পারবেন আকাশের তারা গুলোর আসল চেহারা , আকাশের মেঘের আড়ালে লুকিয়ে থাকা সম্পদগুলোকে । মাউসের স্ক্রোল করে মঙ্গলের পৃষ্টাই না আপনি মঙ্গলের উপগ্রহ ডিমোস ও ফোবস কেও দেখতে পারবেন তাও আবার ত্রিমাত্রিক ছবিতে ।

 

আমি যে সফটওয়ার এর কথা বলছি তার নাম STELLARIUM । সফটওয়ারটি আপনাকে দেখাবে থ্রিডি প্রযুক্তিতে প্রায় জীবন্ত আকাশ পট যেমন্ টা আপনি চান খোলা চোখে বা টেলিস্কোপে । আপনি আপনার দৃশ্যপট আরো বাস্তব করতে পারবেন কিছু Atmospheric Effect যোগ করে । মাউস্টা কোন তারার উপর রাখলে এটী ঐ তারার যাবতীয় সব তথ্যাদি আপনাকে জানিয়ে দিবে । প্রোগ্রামটি রিয়েল টাইমে সিমুলিয়েট করা তাই খেয়াল করবেন আপনার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তারাগুলিও তাদের অবস্থান পরিবর্তন করছে । এটি শুধু বহুভাষিকই নয় , ভিন্ন ভিন্ন সংস্কৃতি এর দেওয়া ভিন্ন ভিন্ন তারা নাম ও আপনি দেখতে পারবেন এখানে , দেখতে পারবেন নক্ষত্রমন্ডলীর কাল্পনিক সংযোগ রেখা,রাশিমন্ডল গুলোর কাল্পনিক ছবি । Atmosphere ,অয়াজিম্যাথ এবং ইকুয়েটোরিয়াল হ্রিড,ভূ-পৃষ্টের দিগন্ত রেকাহ এবং নাইট্ মোড চালু করে বা বন্ধ করে আকাশ দেখাকে উপভোগ করুন ঘরের বিছানাতে শুয়ে বা টেবিলে এর চেয়ারে বসে বসে আর বলার অপেক্ষায় রাখে না যে এটা কতটা শিক্ষামুলক।


 আপনি সফটওয়ারটি ফ্রি পাবেনঃ www.stellarium.org সাইটি থেকে এবং বর্তমানে ০.১২.২ ভার্সন্টি পাওয়া যাবে । এই সাইটে আপনি উইন্ডোজ , লিনাস , ম্যাক ও উবন্তু এর জন্য আলাদা ভাবে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজন হবে মাত্র ৭৪ মেগাবাইট ইন্টারনেটের ।
সফটওয়ারটিতে যেসব সুবিধা পাবেনঃ
sky
  • default catalogue of over 600,000 stars
  • extra catalogues with more than 210 million stars
  • asterisms and illustrations of the constellations
  • constellations for 15 different cultures
  • images of nebulae (full Messier catalogue)
  • realistic Milky Way
  • very realistic atmosphere, sunrise and sunset
  • the planets and their satellites
interface
  • a powerful zoom
  • time control
  • multilingual interface
  • fisheye projection for planetarium domes
  • spheric mirror projection for your own low-cost dome
  • all new graphical interface and extensive keyboard control
  • telescope control
visualisation
  • equatorial and azimuthal grids
  • star twinkling
  • shooting stars
  • eclipse simulation
  • supernovae simulation
  • skinnable landscapes, now with spheric panorama projection
customizability
  • plugin system adding artifical satellites, ocular simulation, telescope configuration and more
  • ability to add new solar system objects from online resources...
  • add your own deep sky objects, landscapes, constellation images, scripts...

আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কনফিগারেশন লাগবেঃ

minimal

  • Linux/Unix; Windows 2000/XP/Vista/7/8; 64-bit Mac OS X 10.6.8 or greater
  • 3D graphics card which supports OpenGL 1.2
  • 256 MiB RAM
  • 120 MiB on disk

recommended

  • Linux/Unix; Windows XP/Vista/7/8; 64-bit Mac OS X 10.7.0 or greater
  • 3D graphics card which supports OpenGL 2.1 or greater
  • 1 GiB RAM or more
  • 1.5 GiB on disk

যাদের হাতে গড়া এই সফটওয়া্রঃ

Project coordinator: Fabien Chéreau
Doc author/developer: Matthew Gates
Developer: Bogdan Marinov
Developer: Alexander Wolf
Developer: Timothy Reaves
Developer: Guillaume Chéreau
Developer: Georg Zotti
OSX Developer: Nigel Kerr
OSX Developer: Diego Marcos
Continuous Integration: Hans Lambermont
Tester: Barry Gerdes
Tester: Khalid AlAjaji
তবে আর দেড়ি কেন আজই নামিয়ে নিন সফটওয়ারটি আপনার কম্পিউটারে আর শুরু করে দিন ঘ্রেই বসে আকাশ পর্যবেক্ষন ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন