সোমবার, ১০ জুন, ২০১৩

বাইনারী সংখ্যা ব্যবস্থা





মোঃ শহিদুল্লাহ কাওসার,
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


গণিত, কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার নির্ভর যন্ত্রপাতি, মোবাইল ফোন, আধুনিক ইলেকট্রনিক সার্কিট লজিক গেট ডিজাইনের কাজে বাইনারী সংখ্যা ব্যবস্থা বহুল প্রচলিত। বাইনারী সংখ্যা ব্যবস্থার ভিত্তি (দুই) এবং বাইনারী সংখ্যা দুটি হচ্ছে ১।

এখন ডেসিমাল, বাইনারী, অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবস্থার একটা তুলনা দেওয়া হলো

রবিবার, ৯ জুন, ২০১৩

সামুরাই কিলার সুডোকু

মোঃ শহিদুল্লাহ কাওসার,
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আজ আপনাদের আরো একটি ব্যতিক্রমী ধরণের সুডোকু নিয়ে বলবো। সামুরাই কিলার সুডোকু। প্রথমেই চলুন একটি নমুনা উদাহরণ দেখে নেই ।
                                             সামুরাই কিলার সুডোকু ০১


১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে কিলার সুডোকু সমাধানের নিয়মাবলীঃ
দেখতে বিশাল হলেও এটি বেশ সহজ ও আরো বেশি মজার।

কিলার সুডোকু


মোঃ শহিদুল্লাহ কাওসার,
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কিলার সুডোকু ’৯০ দশকের মাঝামাঝি থেকে জাপানে একটি ভিন্ন রকমের সুডোকু হিসেবে প্রচলিত। জাপানি ভাষায় কিলার সুডোকু ‘সামুনামুপুরে (samunamupure)’ নামে পরিচিত। এর অর্থ ‘যোগ করে বসানো’। ২০০৫ সালে ব্রিটিশ জাতীয় দৈনিক 'দ্য টাইমস'-এ কিলার সুডোকু প্রকাশিত হলে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

উদাহরণ ০১ ও তার সামাধান

১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে কিলার সুডোকু সমাধানের নিয়মাবলীঃ